ভাঙি
রোজ ভাঙি
তোমার কারণে
পুড়ি
রোজ পুড়ি
অবহেলার আগুনে
করি
রোজ করি
অনুযোগ শ্রীচরণে
চলি
রোজ চলি
অজেয় মনহরণে
মরি
রোজ মরি
ব্যর্থতার জীবনে।