প্রিয়
নতুন প্রভাতে স্নিগ্ধ বাতাসে
তোমার সুবাস ভেসে আসে।
মায়াবী শীতল জ্যোৎস্না রাতে
তোমার উষ্ণস্পর্শ মনে আসে।
কিছুকথা যেন প্রভাসিত চিরসত্য
অমলিন থাকে স্মৃতি পটে।
তোমার অপ্রতিরোধ্য প্রেম মায়ায়
বেঁধেছো আমায় প্রেমসাগর তটে।
বারংবার আমি ফিরে যাই
সেই সুন্দর আবেশিত গোধূলিতে।
তোমারই নাম ধ্বনিত হয়
প্রিয় দিবানিশি হৃদয় সংগীতে।