কেন?
বলো কেন
আমাকে দিলে নির্বাসন
তোমার মায়া রাজ্য হতে?
কি অপরাধ আমার ছিল
আজও পারিনি তো বুঝতে ?
সাতদিনে সব বদলে গেল
সব অভ্যাস অতীত হলো?
আমার আদর ফুরিয়ে গেল
নিশ্চুপ রাত্রি ভবিতব্য ছিল?
তুমিতো জীবনসাথী আমার
তবুও দিলে নির্বাসন
বলো কেন
কেন.....?