ভালোবাসা কারে কয়?
একি কেবল দেহময়?
আজীবন মায়া বিশ্বাস
আত্মার বন্ধন নয়?
কেবল মিষ্টমিথ্যা কথা
অলীক স্বপ্নজাল হয়?
কেবল শরীরী প্রেম
জীবনসাথী সংকল্প নয়?
অন্তঃসারশূন্য মানুষরূপ সব
সমর্পণে জাগে ভয়!
স্বার্থ ফুরাবে যেদিন
ভালোবাসা হবে লয়!
নষ্টমন অপবিত্র দেহ
ভালোবাসার দান হয়?
অনুশোচনার তীব্র দহন
ভালোবাসার প্রতিদান হয়?
বলো না প্রিয়তম
ভালোবাসার অর্থ কি হয়?