সাগরের বুকে মুক্ত যেমন
অতি যত্নে লুকানো থাকে
তেমনই আমার হৃদয় গভীরে
তোমাকে লুকিয়ে রাখবো।
করেছি ভুল ত্রুটি অনেক
বিপরীত সময়ের স্রোতে ভেসে
পারিনি তোমার প্রেমিকা হতে
তোমার মনের মতো করে।
পায়ে আছে সোনার বেড়ি
পারিনি ভেঙে মুক্ত হতে
সাধের বাসা ভেঙে দিল
নিষ্ঠুর বিধাতা নিজের হাতে।
নয়ান জলে রইবে তুমি
এই লিখন ছিল ললাটে?

রচনাকাল: 03.00AM
বুধবার 15.02.2023