কোন এক গোধূলিবেলায়
আবারও দেখা হবে।
দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গনে
জাগ্রত ঈশ্বর সম্মুখে।
নীড়ে ফেরা পাখিরা
নীরবে প্রেমের স্বাক্ষী রবে।
সাঁঝের প্রদীপ আলোয়
দেখবো তোমার মায়াময় মুখ।
আমি প্রতীক্ষায় আছি
থাকতে পারি একযুগ।
রেখেছি যত্নে গেঁথে
তোমার নামের বরণমালা।
তুমি এসো অভিসার হয়ে
পড়াও আমায় জীবনের জয়মালা।
বৃহস্পতিবার বিকাল 4:30 PM
05.01.2023 চন্দননগর