আমার জন্মদিনে
একমুঠো ফুলের অঞ্জলি
দিলাম তোমার পায়ে।
অনেক আশায়ভরা মন
দিলাম তোমায়
ভালোবাসার উপহারে।
রইল জীবন তোমার নামে
মত্ত হৃদয় তোমার ধ্যানে।
কি আর দেবো তোমায়।
অনেক দূরে রওযে তুমি
জন্ম দিনে থাকবে সাথে
এমন ভাগ্য কোথায়।
তবু আছো তুমি আমায় ঘিরে
অপার অলৌকিক খুশি হয়ে
স্নিগ্ধ প্রেমের প্রকাশ হয়ে।
তোমায় যতো চিনি আরো ডুবি
তোমার মনের ঔদার্যে
তোমার অতলস্পর্শী প্রণয়ে।
আমার কাছে ও দূরে থাকা সকল শ্রদ্ধেয় গুরুজন,প্রিয়জন,শ্রদ্ধেয় কবিবন্ধু সকলকে নববর্ষের অশেষ শুভকামনা ও শুভেচ্ছা জানাই।সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, আনন্দময় হোক জীবনের প্রতিটি দিন।