তুমি আছো
আমার চোখের জলে
রইবে বইবে চিরদিন।
তুমি কেন এলে
ভালোবাসি ভালোবাসি বলে
কেন দেখালে শুভদিন।
তুমি কেন দিলে
স্বপ্ন খেয়ার পাল তুলে
কেন নোঙর দিলে খুলে।
তুমি তো জানতে
এ মনে জাগেনি কখনো প্রেম
বোঝেনি কখনো হারানোর ভয়।
তুমি তো জানো
আছে নিষ্কলুষিত এক হৃদয়
মাতেনি কখনো ভাঙাগড়াখেলায়।
তুমি কেন দিলে
সাদা কাগজের মতো মনে
দুঃসহ বিরহবেদনা ভরে।
তুমি কেন এলে
দেবতুল্য ক্ষণিকের অতিথি হয়ে
কেন ডোবালে প্রেমের অনন্তসাগরে।
রচনাকাল
দুপুর 2.00 PM
শনিবার 24.12.2022
চন্দননগর