নয়ান সমুখে পাই না দেখিতে
তবু তুমি আছো নয়ান মাঝে।
পাই না তোমার চরণ পূজিতে
তবু তুমি আছো হৃদয় মাঝে।
দখিনা উতাল বাতাস আসে
আসে আকুল প্রাণের নিমন্ত্রণ।
তোমার কাছেই রয়েছি আমি
করেছি তোমায় আত্মনিবেদন।
নব উদিত অরুণ কিরণ মাঝে
তোমার মনের প্রভাস পাই খুঁজি।
তোমার প্রেমের দীপ্তি যেন
আজীবন হয় মোর পুঁজি।
রচনাকাল-
সকাল 8.00 AM
বৃহস্পতিবার 22.12.2022
চন্দননগর