ইচ্ছে করে
প্রভাতী কিরণ হয়ে
তোমায় ছুঁয়ে যাই
হিমেল হাওয়ার স্পর্শ হয়ে
তোমার ঘুম ভাঙাই
সুগন্ধি ফুলের সুবাস হয়ে
তোমার শ্বাসে মিশে যাই
এক মুঠো শিশির হয়ে
তোমার পায়ের ছোঁয়া পাই।

ইচ্ছে করে
চাঁদনী রাতে জ্যোৎস্না হয়ে
তোমার ঘরে যাই
জীবন মরণ সব ভুলে
তোমার কাছে রই
আশার অমৃত তুমি
আমি তোমাতে হারাই
হৃদয় ভরা প্রেমের অঞ্জলি
তোমার পায়ে রেখে যাই।

ভোর 06.55 AM
30.11.2022
চন্দননগর