তুমিই আমার কবিতা
তুমিই জীবনের সুর আর ছন্দ।
তুমি এক অবিশ্বাস্য গল্প
জীবনের রঙ্গমঞ্চে হয়েছো নাট্যস্থ।
কি অভাবনীয় ভাবে ঘটে গেল
তোমার সাথে আমার পরিচয়।
তখন তো জানি না
কি ছিল বিধাতাপুরুষের মনে।
সময়ের স্রোতে ভেসে কখন না জানি
মিলেমিশে গেল দুটি মন হৃদস্পন্দন।
শিক্ষা সংস্কৃতির বৈপরীত্য
অসম বয়স দূরত্ব সীমান্তবন্ধন।
কখন না জানি সবকিছুই
হয়ে গেলো অতিক্রান্ত।
আমি চাইনি তোমার কাছে কিছুই
তবু দিয়ে গেলে কত অমূল্য উপহার।
আজ সেই শুভ দিন
তোমাকে পাওয়ার দিন।
বলো তুমি হবে কি আমার?
আমার জীবনের প্রেমের উপন্যাস?