সুন্দর,
তুমি যেও না ফিরে।
আমায় একাকী নিঃস্ব করে
জীবন নদীর তীরে।
আমি বহুকাল বসে আছি
অধীর হয়ে তোমার অপেক্ষায়।
গুণেছি প্রহর,কত রাত
অপলকে দেখেছি অস্তমিত চাঁদ।
যখন তুমি এলে
দিলে তারায় আঁচল ভরে।
তবে আজ কেন যাও ফিরে
আমায় আঁধারে ফেলে।
তোমার নামের অখন্ডদীপ
প্রজ্জ্বলিত আমার হৃদয়ে।
পথ মসৃণ হোক বা বন্ধুর
হতে চাই তোমার অনুসারিণী।
সুন্দর,তুমি যেওনা ফিরে
আমায় একাকী করে।
20.10.2022
দক্ষিণেশ্বর
ভোর 05.15 AM
রবিবার 27.11.2022
চন্দননগর