তুমি আসবে কি
হবে কি আমার আপন?
থাকবে কি আমার সাথে
আমার জীবনের শেষক্ষণ?
বহু আকাঙ্খিত তুমি
বহু প্রতীক্ষিত তুমি।
জীবনের পরম প্রাপ্তি তুমি
পরম সাধনা তুমি।
অধীর হয়ে থাকি
বলো,তুমি আসবে কি?
দেখবো তোমার শৈশব
আমার আঙিনায়।
খেলবো তোমার সাথে
পরম মমতায়।



সকাল 06.45 AM
সোমবার 21.11.2022
চন্দননগর