তোমার খুশি হবো সুখ হবো
দুঃখ হবো না।
আঁধার রাতে জ্যোৎস্না হবো
তোমার কান্না হবো না।
তোমার মায়া হবো ছায়া হবো
আঘাত হবো না।
ক্লান্ত দিনে শান্তি হবো
তোমার বিষাদ হবো না।
তোমার আশা হবো ভরসা হবো
ব্যর্থতা হবো না।
তোমার আকাশ হবো মুক্তি হবো
পায়ের শিকল হবো না।
তোমার চলার পথে আলো হবো
স্নিগ্ধ শীতল শিশির হবো।
প্রেমের আঁচল ছড়িয়ে দেবো
তোমার অতীত
ভুলে যাওয়া স্মৃতি হবো না।
রাত 10.00 PM
30.08.2022
চন্দননগর