তুমি এসো
পরমবন্ধু হয়ে
ভালোবেসে ধরো হাত
কেটে যাবে আঁধার রাত।
তুমি এসো
আলোর উৎস হয়ে
চলো কিছু পথ আমার সাথে
নিয়ে চলো রক্তিম ঊষার পথে।
তুমি এসো
বুকভরা বিশ্বাস হয়ে
হৃদয়ক্ষতের শীতলপ্রলেপ হয়ে
এক অসীম আকাশ ভালোবাসা নিয়ে।
তুমি এসো
অবিচ্ছেদ্য বন্ধন হয়ে
এসো হৃদয় স্পন্দন হয়ে
পূর্ণ করো ব্যাকুল প্রানের সাধ।
তুমি এসো
সোনালী স্বপ্ন নিয়ে
মিশে যাও আমার শ্রোণিত ধারায়
নবপ্রাণ হোক বিকশিত আমার ঠিকানায়।
সন্ধ্যা 8.00 PM
মঙ্গলবার 08.11.2022
চন্দননগর