আমি করেছি তোমায় গ্ৰহণ
আমার হৃদয়মন্দির আত্মায়।
নিঃশব্দে এলে কখন
নিয়ে গেলে আমার মন।
কখন হলাম তোমার
উওর জানি না।
তোমার চলার পথে সঙ্গী হবো
এমন আশা করি না।
সূর্যাস্তের সময় এখন
আমি তোমার তো কেউ না।
তবু তোমার চলার পথে
শিউলি ফুল হতে চাই।
বিছিয়ে রবো পথের মাঝে
তোমার চরণ স্পর্শ পাবো।
সুরভী টুকু দিয়ে যাবো
নীরব রবে করবো
তোমার প্রেমের বন্দনা।
আমার চোখের জলে রইবে তুমি
বইবে অঝোর ধারায়।
এমনি করেই রইবে তুমি
আমার হৃদয় মন্দিরে।
প্রিয়,যদি পারো বুঝে নিয়ো
আমার প্রেমের সাধনা।


বুধবার 19.10.2022
সকাল 10.45
চন্দননগর