কে তুমি?
তুমি কি জাদুকর?
আমার চেতনা জুড়ে
আজ শুধুই তোমার ঘর!
এসেছিলে অঘ্রাণে
শান্ত নিঃস্তব্ধ দুপুরে
বন্ধুত্বের ফুল হাতে।
কখন ফোঁটালে তুমি
প্রেমের লাল গোলাপ
নিঃস্ব মন মরুভূমিতে?
সোনার কাঠি ছুঁইয়ে যেন
দিলে আমার ঘুম ভাঙিয়ে!
গল্পকথা যেন সত্যি হলো
আমার জীবনভূমিতে!
প্রেমের পথে যাচ্ছো নিয়ে
আগলে রাখো বুকেতে!
বলো,কেমন করে খুললে তুমি
চিরবন্ধ হৃদয় দুয়ারকে?
কোন সে জাদুতুলি দিয়ে
রাঙাও আমার আঁচলকে?
কি সেই জাদুমন্ত্র দিয়ে
বিবশ করো আমাকে?
তোমার প্রতি অনুগতা
করো আমায় কি করে?
এসব কি স্বপ্ন?
নাকি জাদুমায়া?
সত্যি করে বলো
তুমি কে?
16.09.2022