এক আকাশ ভালোবাসা নিয়ে
কেন এলে তুমি মোর দ্বারে?
না পারি তোমায় করিতে বরণ
না পারি ফিরাতে।
আঁধার ঘনায় চোখের তারায়
দোলাচলে মন
পথ যে হারায়।
দিকচক্রবালে রামধনু তুমি
অপলক দেখি
প্রিয় মুখখানি।
তোমার পরশ হৃদয় হরষ
বক্ষে ধরি যত্ন করি
স্মৃতিতে রেখেছি তুলি।
মায়ার বাঁধনে রাখিলে বাঁধি।
পারি না যেতে তোমায় ছাড়ি।
প্রণমি তোমায় হৃদয়ে রাখি।
কি আর বলি তোমায় সাথী
তুমিই মোর অন্তরনিবাসী।
27.07.2022