হিসাব করে হয়নি তোমায় ভালোবাসা
অজান্তে কখন গড়লে মনে বাসা।
তোমার আলো মনকে ছুঁয়ে যায়
আমার ভাবনা যত তোমাতে হারায়।
গাঁথি যখন পুজোর ফুলের মালা
আর কারে নয়, তোমায় মনে পড়ে।
ক্লান্ত দুপুর ব্যস্ত সকাল নীরব রাতে
মন তোমায় স্মরণ করে।
তোমার পরশ আমার ভালে
নাই তো পারি যেতে ভুলে।
ঘর সীমানা রইল পিছে
তোমার পথেই যাচ্ছি চলে।
চলার শেষ যে কোথায় নেই তো জানা
তবু তোমার কাছেই আমার মন ঠিকানা।
রঙিন আঁচল দিই উড়িয়ে তোমার নামে
ভুলেছি সব লাজ।
তোমার প্রেমের উজান স্রোতে
ডুবতে যে চাই আজ।
13.08.2022