মেঘলা দিনে
মন কেমনে
তোমায় কাছে চাই।
লাগে না ভালো,ব্যস্ত শহর
ইচ্ছে মনের, ডানায় উড়ে
তোমার কাছে যাই।
তোমার বুকে, উষ্ণ ঠোঁটের
ছোঁয়া আমি চাই।
হোক না ছুটি একটা দিনের
রোজনামচা থাকনা পড়ে।
তোমায় আমি চাই।
মন যে আমার ময়না হলো
শোনো তুমি বায়না গুলো
আমার অনেক কিছু চাই।
দুরন্ত মন বাঁধনহারা
তোমার প্রেমের উতাল হাওয়া
মন মেতেছে, উড়ান দিতে চাই।
চলো না তুমি আমার সাথে
সীমাহীন ঐ আকাশ পথে
মুক্ত পাখি হয়ে মিলবো দুজনায়।
01.08.2022