ভোরের প্রভাতী আলো
যেন বলে যায় কানে কানে
আসিছে তোমার প্রিয়।
দুবাহু বাড়ায়ে
বক্ষে জড়ায়ে
আপন করে নিয়ো।
সুবাসিত মন
আজি চঞ্চল অকারণ।
দেখিতে তোমায়
তর নাহি সয়।
আসিবে কখন
সেই সুসময়।
অধীর হিয়া
কম্পিত হয়।
তোমারি দিশায়
অপলক আঁখি।
ভুলে যাই সব
দিবস রাতি।
কাটে না সময়
অধীর অপেক্ষায়।
ডুবেছি আমি ডুবেছি
তোমারি জ্যোৎস্নায়।




28.06.2022