কাছে দূরে
হৃদয় জুড়ে
আছো তুমি
মনের ঘরে।
সামনে যখন
তুমি থাকো
দেখি তোমায়
দুচোখ ভরে।
অন্য কারে
নাইতো জানি
তোমার মাঝেই
জগত মানি।
বক্ষে নিলে
আপন করে
মন ভেসে যায়
প্রেমের সুরে।
হাজার ফুলের
সাজাই তরী
তোমার সাথে
হই দ্বীপান্তরী।
তোমার ছোঁয়া
হৃদয় ভালে
কে যে আমি
যাই যে ভুলে।
আমার নতুন জন্ম
তোমার বুকে
বাঁচছি আমি
পরম সুখে।
সময় আমার
থমকে গেছে
তোমাকে পাওয়ার
সেইক্ষণে।
05.07.2022