যারে কভু যায় না ভোলা
তারি তরে রেখে দিলাম
মনের দুয়ার খোলা।
সুখের বাতাস লাগলো পালে
যাই হারিয়ে তারি সাথে
দূর অজানায় সাত সকালে।
কেউ জানে না মনের খবর
লুকোচুরি সবার সাথে
গড়ছি মোরা প্রেমের নগর।
সোনার সময় মেলছে ডানা
হাতছানি দেয় সুখ অজানা
তবু সোনা পাখির উড়তে মানা।
কঠিন নিয়ম বেড়াজালে
স্তব্ধ দুপুর মন মানে না
শূন্য চোখে অঝোর ধারা ঝরে।
কেউ দেখে না কেউ শোনে না
পায়ের শিকল কেউ খোলে না
সূর্য ডোবে সকল আলো নিয়ে।



04.07.2022