মন হারালো
তোমার মাঝে
কি কারণে
কোন সে ক্ষণে
কোন সে দিনে
আমি জানি না।
কি কারণে
তোমায় খুঁজি
ব্যস্ত দুপুর
সকাল সাঁঝে
আমি জানি না।
ভোরের বেলায়
চোখ মেলি যেই
তোমায় মনে পড়ে।
তোমার হাসি
তোমার কথা
রয় যে হৃদয় জুড়ে।
কেন এমন হয়
আমি জানি না।
আজকে যেন
নতুন আমি
কাউকে চিনি না
কাউকে জানি না।
সবার কথা
যাই যে ভুলে
সকল ব্যাথা
বিস্মরণে।
কেন এমন হয়
আমি জানি না।
তোমার পথের
পথিক হলাম
মন আবেশে
তোমার কাছে
যাই যে ভেসে
কিসের টানে
কোন উজানে
আমি জানি না।
আমি কিছুই জানি না।