এখনো রাত
বাকি অনেক।
ছেড়ো না হাত
আছে কথা অনেক।
চোখের ঐ বিন্দু জলে
তুমি আছো মর্মমূলে।
দেখো না চেয়ে
আমার মাঝে।
তোমারি দান
পাবে খুঁজে।
তোমার ছোঁয়ায়
পূর্ণ আমি।
নিখিল ভুবন
তোমায় মানি।
অবাক চোখে
তাকিয়ে দেখি
অস্তাচলের রবি
পুব আকাশে
উঠছে হেসে
সোনার আলোয়
যাচ্ছি ভেসে।
ঘুমের আবেশ
তোমার দেশে।
স্বপ্ন বিভোর
মগ্ন আমি।
তোমার ধ্যানে
তোমার প্রেমে।
জীবন-মরণ
সব ভুলিয়ে
বাঁধছো আমায়
মায়ার ডোরে।
জীবন স্রোতের
অগাধ জলে  
ভাসিয়ে দিলাম
প্রেমের তরী।
তুমি হবে কি কান্ডারী?




10.06.2022
শনিবার