বন্ধু,
জীবন এক অন্ধকূপ
ঝাঁপ দিয়েছি তাতে।
জানি থই পাবো না
অগাধ আঁধার অপেক্ষা করে আছে।
ক্ষুরধার পথে পা রেখেছি
মরুঝড় সাথে নিয়ে।
বন্দিনী আমি জীবন খাঁচায়
মুক্তি জানি না কবে।
বকুল ফুলের শুকনো মালা
রইল পড়ে পিছে।
দিনগুলি মোর ঝরাপাতা
স্বপ্ন সবই মিছে।
শূন্য চোখে অশ্রু ধারা
মর্মে বাজে ছিন্ন বীণা
সুর না তাতে ওঠে।
ছায়াহীন পথে চলে
এক যুগ গেল বয়ে।
হাসি আহ্লাদ প্রফুল্লতা
হারিয়ে গেছে
সোনার দিনের সাথে।
যদি পারো,কোরো ক্ষমা
সব অপরাধ,
অভাগিনী মনে করে।


19.05.2022