গরজে গরজে মেঘ
ঘন ঘন বরষে।
চঞ্চল সমীরণ
ছুটে চলে হরষে।
মেঘ আজ প্রেয়সিনী
মিলিবে সে নদীতে।
বহুদূর হতে ছুটে আসে
প্রণয় আবেশে।
করবী শাখা দোলে
দোলে কৃষ্ণচূড়া।
ধরণীবধূ সাজে
ফুলে ফুলে মনোহরা।
ডাকিছে পিহু
কত যে বাসনা।
গড়িবে সুখনীড়
স্বপ্নবিভোর কত যে ভাবনা।
ঝরিছে অঝোর ধারে
শ্রাবণের ধারা।
উচ্ছল ছল ছল
প্রকৃতিপ্রণয়িনী
আজ আত্মহারা।
হৃদয়ে জাগিছে
শীতল শিহরণ।
এসো গো প্রিয়
ছুঁয়ে যাও হৃদিমন।
খুঁজি গো তোমায়
আমি সারা বেলা
কারণ অকারণ।
দেখো না চেয়ে
মন ময়ূরী আজি
মেলিছে পেখম।