সূর্যালোক স্পর্শে নব প্রত্যুষ আসে
প্রিয় তোমার স্পর্শে নবজীবন রচে
প্রস্ফুটিত নারীত্ব পরমসুখ অনুভবে
ফাল্গুনীসন্ধ্যা সার্থক তোমার প্রণয়ে
অজস্র সুখস্বপ্নময় সুমিষ্ট অভিবাদনে
বসিলে অস্পর্শিত হৃদিমন্দিরআসনে
করিলাম পূজা দেব পরমেশ্বর জ্ঞানে
নিবেদিত জীবন তোমার শুভ নামে
মনপুষ্প অঞ্জলি রাখি শ্রীচরণকমলে
প্রণমি তোমায় শুভক্ষণে ধ্যানমগ্ন মননে।