ডুবেছি ডুবেছি
আমি তোমাতে
ঘনঘোর বর্ষাতে।
তোমার ওই চোখে ফাগুন
আমার আগুন,বাদল দিনে
উথাল করা পাগল হাওয়া।
নীরব রাতে যাই যে ভেসে
তোমার সাথে সুখ আবেশে।
মেঘের ভেলায় তোমার খেলায়
মাতছি আমি সারাবেলা।
তোমার পরশ হৃদয় হরষ
বিশ্বভুবন যাই ভুলে।
ভিজে ঘাসে পা রেখেছি
মনবলাকা যায় উড়ে।
রামধনু রং দিচছ এনে
সাজাও আমায় যতন করে।
এ দেহমন এক পুষ্পমালা
দিলাম তোমায় আপন মেনে।
অঝোরধারায় আলোকমালায়
দাও ভাসিয়ে তোমার রাগে অনুরাগে।