অনন্ত প্রতীক্ষা তোমার
আসিবে তুমি প্রিয়তম
মধুরতম সংলাপ লয়ে
রচিবে ব্যতিক্রমী প্রেমউপন্যাস
বসিবে গঙ্গাতীর মনোভূমে
দুর্লভ শ্বেতপলাশ লয়ে।
বসন্ত বহিয়া যায় বিষাদে
ঝড়িয়া যায় সুখস্বপ্নমঞ্জরী
সময়ের অপ্রতিরোধ্য চক্রবুহ্যে।
অসহায় হৃদয় অশ্রুসিক্ত
তবুও অবোধঅন্তরে দিবানিশি
তোমার নাম সুমিরণ বহে।