জীবন এক প্রতিবাদ
অস্ফুট স্বরে আর্তনাদ।
গুরুজন হলো অভিশাপ
ভদ্রবেশ বিষধর সাপ।
করবোনা পান গরল
নই মূর্খনারী সরল।
হৃদয় সুপ্ত আগ্নেয়গিরি
নিমেষে হবো সংহারী।
করিসনা পুরুষত্বের অহমিকা
নই কোমলমতী বালিকা।
ষোড়শী শুদ্ধ অগ্নিশিখা
সাক্ষাৎমৃত্যু সমাপ্তি জীবনরেখা।




রচনাকাল: ডিসেম্বর 2001