বন্ধু তোমায় খুঁজি
হৃদয় মাঝে পূজি
অনন্তপথ দেবো পাড়ি
তোমার প্রেমে সাজি
সকল শাসন বারণ
তোমার আনুগত্যে রাজি
উত্তাল জীবন সমুদ্রে
তুমিই হবে মাঝি
তোমার মন মৃদঙ্গতালে
উঠবে নূপুর বাজি
বন্ধু তোমায় খুঁজি
তুমিই জীবন পূঁজি ।