ভালোবাসার মায়াজালে
হইলাম মত্ত বিভোর
আন্তরিকতা বৃথাদান
অচিরেই কাটিল ঘোর
মুষ্টিমেয় আপনজন
আজীবন খুলিবে দোর
স্বার্থের কুটিলবন্ধনে
রচিত প্রেমের ডোর।





🌹🌹🌹🌹🌹
কেন ডাকিছো উদাত্তসুরে
প্রিয়া প্রিয়া বলিতে
প্রেমনদী তীব্র বেগবতী
চাহিনা আর ডুবিতে।
জীবন সায়াহ্নে আসি
গোধূলি প্রভাসে ভাসি
দয়াময় ঈশ্বর পদতলে
নিজেরে দিয়েছি সঁপি।
অনিত্য সংসার বন্ধনে
চাহিনা আর রহিতে
বৃথা ডাকিছো আমারে
প্রিয়া প্রিয়া কহিতে।