অনুপম শান্তির সন্ধ্যা আজ
বহুবৎসরের অসম্মান লাঞ্ছনার
হলো সরব গর্জিত প্রতিবাদ
বাক্যবাণে দগ্ধ হৃদয়ে
প্রতিধ্বনিত হলো বাজ
পিতৃমাতৃহীন ভাষাহীন নিরবমুখে
তীব্র গগনভেদী অগ্নিবর্ষণ
শোনো সবে নতমস্তকে
অন্যায়ের সুদীর্ঘ বিবরণ
দীর্ঘকালব্যাপী অন্যায় অকারণ
সেবা শুশ্রূষা যত্নের বিনিময়ে
পাইয়াছি অমানুষিক নির্যাতন
সহিবো না আর নীরবে
নারীত্বের অধিকার হরণ
হইলাম প্রতিবাদী সুনামীঝড়
ভাঙিবো তোমাদের সব অহংকার
জ্বলন্ত সর্বধ্বংসী বিভীষিকা
আগ্নেয়গিরি আমি এখন