আসিয়াছি একা
ফিরিবো একা
কেন খুঁজিস মন
বৃথা প্রিয়সঙ্গ।
ঈশ্বর অনন্ত
মহাবিশ্ব অনন্ত
চেয়ে দেখ মন
বাজে মনমৃদঙ্গ।
অনিত্য সব
মায়াখেলা সব
অনুভব কর মন
ঈশ্বর সত্য।
অবহেলা তুচ্ছ
বিশ্বাসঘাতকতা তুচ্ছ
আনন্দিত থাক মন
হলেও ব্রাত্য।