জীবনে সুখ জীবনে দুঃখ
জীবনে বিচিত্র অনুভব কতো।
গড়ে বিশ্বাস গড়ে প্রেম
গড়ে ওঠে নির্ভরতা কতো।
লাগে ভয় লাগে কুন্ঠা
লাগে ধৈর্য্য প্রচেষ্টা কতো।
জাগে চিন্তা জাগে প্রার্থনা
জাগে কল্যাণ কামনা কতো।
আসে ঝড় আসে বন্যা
আসে দুঃসহ আঘাত কতো।
ভাঙে হৃদয় ভাঙে মনঘর
ভাঙে স্বপ্ন আশা কতো।
জীবন জটিল জীবন ভ্রান্তিকর
জীবন আমৃত্যু কারাদণ্ড অনুভব।
রচনাকাল: 2.45 AM
রবিবার 05.02.2023