জন্ম মৃত্যু মাঝে আছে যতদিন
সেটাই তো জীবন।
মায়া মমতা হাসি ভালোবাসা
থাকুক হয়ে আপন।
চাওয়া পাওয়ার হিসাবগুলো
থাকুক পিছে পড়ে।
চলো সবাই বাঁচি মনের সুখে
এই ভুবনের ঘরে।
চলো হতাশাগুলো দিই ভাসিয়ে
গভীর সাগর জলে।
কাঁদবো কেনো ভাসবো কেন
চোখের নোনা জলে।
চলো সবাই আনন্দধারায় মাতি
দীপ্ত থাকুক সবার জীবনবাতি।
সকাল 8.30 AM
সোমবার 19.12.2022
চন্দননগর