ব্যস্ততা
কত সম্পর্ক ত্যাগের অছিলা
ব্যস্ততা
কত সম্পর্ক গড়িবার প্রয়াস
ব্যস্ততা
প্রবীণের স্নেহের নীরব প্রত্যাখ্যান
ব্যস্ততা
নবীন প্রাণের সাদরে আবাহন
ব্যস্ততা
জীবনের অগ্রগতির মহাসোপান
ব্যস্ততা
শোক ব্যর্থতা বেদনার মহাপ্রস্থান
ব্যস্ততা
সুন্দর সফল জীবনের জয়গান।