নিঃসঙ্গতা সুন্দর
মৌনতা শান্তিকর
ভালোবাসা অবান্তর
মূর্খতার নামান্তর
সেবাশুশ্রূষা নিরন্তর
অপাত্রে ক্ষতিকর
শূন্যতা আত্মউপলব্ধিকর
অপূর্ণতা পরমার্থকর।