আমার পৃথিবী ছেড়ে
ছিলাম তোমার আশ্রয়ে
ফিরিয়ে দিলে আমায়
হৃদয় চূর্ণ-বিচূর্ণ করে।



সব অনুরাগ থাক লুকানো  
মূল্যহীন তোমাকে জানানো
পাষাণ তুমি অতি হিসাবী
প্রত্যাক্ষিত প্রেম অবিনাশী
অবহেলা অনাদরের প্রহর
লিখিত হলো অধ্যায়ধূসর
বৃষ্টিস্নাত ধরণী প্রিয়সখী
আমার বেদনাশ্রু মুছালো
সব অনুভব থাক লুকানো
মূল্যহীন স্বপ্ন সাজানো।




শ্রীরাধাকৃষ্ণ নামসুধায় ভরেছি প্রাণ
প্রিয়তম তুমি পিতা মহীরুহ সমান
সুখদুঃখ যাতনা আঘাত সঞ্চয় যত
করি তোমার পদ পঙ্কজে সমর্পিত
বিনিদ্র রাত্রি সজল আঁখি নিয়ত
আশ্রয় যাচি অনন্তলোকে অবিরত।




মন ফুল ঝরে গেল
পূজার বেদীতে নয়
পথপ্রান্তে স্থান হল
কুড়ায়ে নিলোনা কেহ
যোগ্য সম্মান যথাযথ
প্রেম মরীচিকা হলো।