কালের অপার স্রোতে
ভেসে যাবো একদিন।
মিশে যাবো প্রকৃতিতে
হবো পঞ্চভূতে বিলীন।
কিছু না রবে এই ভবে
শুধু কর্মের সৌরভ রবে।
কিসের দুঃখ কিসের শোক
কিসের অহংকার করি তবে?
বৃথা সব বৃথা একদিন হবে
শুধু কৃতকর্মের হিসাব রবে।
আসবে যখনি অনন্তের ডাক
জীর্ণপরিধান ফেলে যেতে হবে।
মায়ামমতার বাঁধন ছিন্ন করি
জ্যোতির্ময়পথে একাই যেতে হবে।
11.09.2022