একলা আকাশ ঝোড়ো বাতাস
ডাকছে আমায় খুব।
ডুবছে জাহাজ নেই তো উপায়
গভীর সমুদ্দুর।
শুকিয়ে যাওয়া গোলাপগুলো
ডাইরি পাতায় রঙহীন হলো।
আবেগগুলো পথ হারালো
ক্লান্ত পাখি নীরব হলো
না সয় প্রখর রোদ্দুর।
তপ্ত উঠান কষ্ট হলেও
রাখতে হবে পা।
জীবন বলে হাসিমুখে
লড়াই করে যা।
হৃদয় ধ্বনিতে বাজে
অপেক্ষার সুর,অতি সুমধুর।
নিকষ কালো আঁধার রাতে
জোনাকি খুঁজি রোজ।
ভবঘুরে মন অসীম শূন্যে করে
অজানা ঠিকানার খোঁজ।