আধুনিকতায় উল্লোসিত সমাজ
প্রযুক্তি অগ্রগতিতে উন্মত্ত।
অবিরাম দুর্নীতি অনাচার
সমাজ ন্যায়নীতি বর্জিত।
যুবক সমাজ বয়ঃজ্যেষ্ঠ
মাদক উচ্ছৃঙ্খলতার ভক্ত।
নিমেষে জীবন অস্তাচলে
মারণ ব্যাধিতে আক্রান্ত।
সদ্যপুস্পিত দীপ্ত দেহ
আধুনিকতায় মলিন শাপিত।