অভাজন অপ্রিয়া
সকলের  দৃষ্টিতে
অনাকাঙিক্ষত কন্যা
জন্মদাত্রী  অদৃষ্টতে
অগ্নিদাহ্যে সমাপিত
কোমল শিশুদেহ
রক্ষিল পিতৃদেব
পুনর্জন্ম লভিত
বিধাতা বিরূপ
লইলো পিতৃআশ্রয়
শৃগালদল লোলুপ
কিশোরী সত্ত্বায়
সময়স্রোতে উন্মোচিত
পরিজন কুরূপ
প্রতিবাদী কন্যারত্ন
দহো শ্রীমুখ
দেবাশীষে রক্ষিত
নিষ্কলঙ্ক রূপ
ক্রোধউন্মত্ত  দীপ্তশিখা
জাগিল সংহারিকা
ক্ষিপ্ত সিংহিকা
চিনিল বিশ্বাসহন্ত্রীকা...........