পূর্ব কোন রক্তময়ী
রাত্রিরণে কর্তব্য জয়ী
ষাটোর্ধ সে?
অভাব তাকে নিয়ে  আসে পচিশে !
অলস প্রানে লুকিয়ে থাকা সর্ব হাহাকার
আখিজ্বলে ঘর্মের সাথে মিশে একাকার।
কোমল সে হৃদয়ে এক সাগর আকুতি
কত আশা নিরাশায় কাটে দিন রাতি।
প্রাতেঃ তার দুরন্ত আখি চাহনী
অপরাহ্নে জমে ক্লান্তির কাহিনী।
কতো শখ রৌদ্রতলে মনে তাহার পড়ে
আখিজ্বলে সবুজ তলে ঝরে ঝরে পড়ে।
তাচ্ছিল্যের যন্ত্রনা রাখিতে চায় গোপন
নাহি বুঝে সরল চোখের দু কোন।