বিচিত্রা
তানভীর হাওলাদার
বৈচিত্রের ব্যকুলতা দেখতে লাগে বেশ
বিশ্বের অনন্যা তুমি আমার বাংলাদেশ।
মৃদু ভয়ের আনন্দে,
আম কুড়ানোর মজা তুমি পাবে কই?
এই আমাদের বাংলাতেই!
বর্ষার বাদলে,
ভেজা শিশুর হাসিমুখ পাবে কই?
এই আমাদের বাংলাতেই!
ক্লান্ত দুপুরে,
সাদা বনের স্নিগ্ধ হাওয়া পাবে কই?
এই আমাদের বাংলাতেই!
কষ্টের সিন্ধুতে,
আনন্দের সোনালি ভেলা পাবে কই?
এই আমাদের বাংলাতেই!
আবছা প্রকৃতির,
অপরুপ সকালগুলো পাবে কই?
এই আমাদের বাংলাতেই!
বাংলাতেই মুগ্ধ হই, বাংলাতেই পড়ে রই।