...
টেকনাফ থেকে রওনা দিলাম সেদিন।
ঘন্টা খানেক যাবার পরে জাহাজের উপরের ডেকে উঠলাম।
ভাললাগার পরশে চোখ ভরে গেল।
সীমানহীন নীল দরিয়ার প্রেমে পরে গেল মন।
নীল চাদরে যেন ঢাকা সারা সমুদ্র বক্ষ।
আকাশ আর সাগরের মিলনমেলায় বসেছে সেখানে।
নাবিকেরা নির্ভয়ে ছুটে চলছে এক প্রান্ত হতে আরেক প্রান্ত।
আকাশের নীলিমা আর সাগরের অথৈ জলের বসেছে মহামিলন।
সেই মহামিলনের খুশিতে পাখি চলে এসেছে বন থেকে।
কত অচেনা পাখি উড়ে চলছে, আকাশ সেজে উঠেছে সবটুকু নীল দিয়ে।
বাতাস তার মধুর ছন্দের দোয়ার আজ খুলে দিয়েছে।
আহ! কি যে ভালোলাগা তাতে, দু চোখ ভরে দেখে নিলাম।
হাজার শুকরিয়া জানালাম স্রষ্টার দরবারে।
কত বড় নিয়ামত তার, কত সুন্দর তার সৃষ্টি।
কত সুন্দর কারুকার্যে ভরা তার পৃথিবীখানি।
যখন রাত নেমে এলো প্রকৃতিতে।
ভরা চন্দ্রিমায় যেন সোনালী হয়ে উঠেছে সাগর বক্ষ।
ভালোলাগায় মাতোয়ারা চারপাশ।
দুরের জাহাজগুলোকে মনে হচ্ছে এক একটি ছোট্ট গাঁ।
এত ভালোলাগা আর ভালোবাসার কোথাও নেই যেন আর।
এমন করেই তিনি পৃথিবীকে করেছেন মায়াময়।
পৃথিবীকে করেছেন শত ভালোবাসায় ভরিয়ে।
যখন রাত শেষে ভোর নেমে এলো সাগর বক্ষ জুড়ে।
আরও ভালোলাগায় মত্ততায় যেন ভরে গেল চারপাশ।
ঢেইহীন সাগর, শব্দহীন চারপাশ, সূর্য উঠছে হেসে হেসে।
কল কল করে হেসে উঠেছে সকাল।
এমনি করে প্রতিদিন ভালোবাসায় প্রফুল্ল হয় পৃথিবী।
এমনভাবে প্রতিদিন মানুষ ঋণী হয় বিধাতার কাছে।
ঋণী হতে লাগলাম আমি প্রতিদিন সমুদ্রের কাছে।