তুমি আরেকবার আসো
____রায়হান আজিজ_____
তুমি আরেকবার আসো; সব অজুহাত ভুলে
সব সংশয় সামলিয়ে।
দুজন মিলে বর্ষা নামাবো সতেজ ধরণীতলে।
নামাবো বরষন মুখর সন্ধ্যা।
জীবনের আরেকটিবার মনের গহীনে
বানাতে চাই উর্বর বাগান।
তুমি আরেকবার আসো; নির্ভয়ে বলতে ভালোবাসো।
তুমি আরেকবার আসো সেই নিরব ক্ষণে।
যেখানে শোঁশোঁ হালকা আওয়াজ আর কয়েকটি ঝিঁঝিঁ পোকার
নির্ভয়ে রাত্রিযাপন ছাড়া আর কিছু নেই।
তুমি আরেকবার আসো।
মনকে ভরিয়ে দিবো দিয়ে সেই চিরচেনা ভালোবাসার
বসন্ত আর অগ্রায়নে।
কে বলেছে ভালোবাসা বিলিন হয়ে গেছে?
কে বলেছে নিরুদ্দেশ হয়ে গেছে পৃথিবীর সব বিশ্বাস?
আবার নতুন সুদীর্ঘ ইতিহাসের সূচনা করবো আমরা যুগল মিলে।
তুমি আরেকবার আসো ; সব অজুহাত ভুলে
সব মিছে সংশয়ের দেয়াল ডিঙ্গিয়ে।
অমানিশার ঘোর অন্ধকার বেদ করে
তুমি আরেকবার আসো আমি শিখা অনির্বাণ করে রেখেছি তোমার অপেক্ষায়।
সেই ভেজা পা, সবুজ ঘাস, চিরচেনা বিস্তীর্ণ এলাকা আবার হুহু করে হেসে উঠবে।
তুমি আরেকবার আসো ; সব অজুহাত ভুলে সব সংশয় টেলে।
এসো আমরা দুজন বর্ষা নামাবো, সেই চিরচেনা তরু তলে।