...
ভালোবাসি দেশ
ভালোবাসি ঠিক মায়ের মতন।
ভালোবাসি তার হিজল তমাল সবুজ মহারণ্যকে।
ভালোবাসি নদীর বুকে ভেসে বেড়ানো কচুরিপানা কে।
ভালোবাসি তার সবকটি খাল বিল আর নদীকে।
ভালোবাসি তার পরম পাওয়া স্বাধীনতাকে।
বুকে লালন করি তার মুক্তির চেতনাকে।
ভালোবাসি দেশ
ভালোবাসি তার সুগভীর মমত্ববোধকে।
ভালোবাসি তার প্রতিটি মানুষকে।
ভালোবাসি তার নদ বেষ্টিত গ্রাম, হাওর, পাহাড় আর সাগরকে।
ভালোবাসি দেশ
ভালোবাসি তার প্রতিটি ঋতুকে।
ভালোবাসি তার ভাটিয়ালী সুর।
মা, বাবা -----বলা ডাক সুমধুর।
ভালোবাসি বাংলাকে, তার সরল ভাষাকে।
ভালোবাসি মাঝির পাল তুলা নৌকা।
ভালোবাসি বৈশাখের চিরায়িত মুখ।
যেখানে কষ্টের মাঝে এত! এত! সুখ।
পৌষের সকালের রুদ্দুর।
ভালোবাসি তার
টিনের চালের বর্ষার চিরচেনা শব্দ।
হেমন্তের উষ্ণতা, ফাগুনের শিমুল বন।
ভালোবাসি দেশ
গানে, কবিতায়, শ্লোগানে মুখরিত প্রতিদিনের
প্রিয় বাংলাদেশ।