...
এই সেই গাঁ এই সেই মাটি
যে মাটিরে আমি খুব ভালবাসি ,
এই সেই গাঁ এই সে মাটি; যে মাটিতে পরম মমতায় ঘুমায় আমার বাবা।
যে গাঁয়ের বুক জুড়ে ফলে সোনার ফসল,
এই সেই গাঁ এই সেই মাটি; যে মাটির গন্ধ খুঁজে পাই রাতবিরাতে।
এই সেই গাঁ এই সেই মাটি; যেখানে সবুজের মেলা বয় প্রতিদিন ,
গাছে গাছে পাখি, ফুলে ফুলে ভ্রমর বসে।
যেখানে জীবনের লেনা দেনা খুব ছোট,
যে মাটিতে লাঙল চাষে সোনার ফসল ফলে।
এই সেই গাঁ এই সেই মাটি; আর এ মাটিতেই জন্মেছিলাম,
এক আদরিনীর ঘরে; পৃথিবীতে এসেই খুশিতে ভরে দিয়েছিলাম বাবার মুখ।
এই সেই গাঁ এই সেই মাটি যেখানে ভালবাসার কমতি নেই,
মানুষ গুলোকে দেখলেই মনে হয় যেন আমরা একই ঘরের।
জনম জনমের চেনা।
মনে হয় শত জনমে এভাবেই ছিলাম মিলেমিশে।
এই যে খাল, এখানে সাঁকো ছিল একটি।
কত যে লাফালাফি করেছি; কতবার যে দিনে পাড় হতাম মনে নেই।
কত যে ভালবাসা; কত যে ভালবাসি আজো এর যেন কোন কমতি নেই।
এর দাম যেন বেশি বিশ্বের নামি দামি ব্রিজের থেকেও।
অতচ দু পয়সার বাশের ছিল সেই সাঁকো।
এই সেই গাঁ এই সেই মাটি
যে মাটির কাঁদা প্রতিদিন গায়ে লাগতো।
আবার সন্ধে নামার আগেই বাড়ীতে ফিরতাম।
মায়ের বুকে ফিরে
খুব ক্লান্তিতে ঘুমিয়ে পরতাম।
অই যে সামনে ক্ষেতগুলা; আমরা গাঁয়ের লোক 'দলা' বলে ডাকি।
কি যে মায়া জড়ানো তাতে, কত যে সময় কাটিয়েছি সেথায়।
বড্ড ভালবাসি তার প্রতিটি আইল, মনে আছে আজো প্রতিটি কোনার কথা।
এই সেই গাঁ; যেখানে জন্ম নিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানেরাও।
দেশের হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
যে গাঁয়ে বাস করে অনেক প্রতিভার অধিকারী মানুষেরা ।
অতচ তাদের পৃথিবীটা খুব ছোট,
তাদের পৃথিবীটা খুব অসময়ের।
এই সেই গাঁ যার প্রতি এত মায়া।
যার কাছে পড়ে থাকে দেহ মন।
যেখানে পড়ে থাকে
আমার জীবন চলার পথের সব রঙ বেরঙ
যাকে কেন্দ্র করে প্রতিদিন বেঁচে থাকে আমার অনেক স্বপ্ন।
ভাল থাক আমার ভালোলাগা ।
ভাল থেকো সেই চিরচেনা ভালবাসা।
খুব ভাল থেকো আমার সবুজ সুন্দরের কারুকার্যে ভরা ছোট্ট পৃথিবীটা।